About Lesson
এই দারসে আরবী হস্তলিপির মৌলিক ৮টি ধরণের পরিচয় দেওয়া হয়েছে। আরবী লেখার অনেকগুলো ধরণ বা শৈলী আছে। প্রত্যেকটার আলাদা আলাদা নামও আছে। সেগুলোর পরিচয়, উৎপত্তি ও নমুনা ইত্যাদি সম্পর্কে সংক্ষেপে ধারনা পাবেন এতে।
© 2022 All rights reserved