এই দারসের দুইটা অংশ আছে। প্রথম অংশে হাতের লেখা সুন্দর করার বিষয়ে জরুরী কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো শুধু আরবী নয়, যে কোন ভাষার হাতের লেখা সুন্দরের জন্যই দরকারী। এগুলো মন দিয়ে শোনা ও স্মৃতিতে গেঁথে নেওয়া প্রয়োজন। কারণ এগুলো অনুসরণ করে লেখলে দ্রুত লেখা সুন্দর হবে ইনশাআল্লাহ। তাই অদরকারী বা কম দরকারী মনে করে স্কীপ করবেন না।
দ্বিতীয় অংশে আরবী হরফগুলোর মধ্যে যেগুলো লাইনের উপরে লেখতে হয় সেগুলো দেখিয়েছে। আপনারা ভাল মত দেখে নিজেরা অনুশীলন করুন। ইনশাআল্লাহ, লেখা সুন্দর হয়ে যাবে।